দেশে এলজির ওএলইডি-সি৩ সিরিজ উন্মোচন

৪ জুলাই, ২০২৪ ২০:০৫  

লজি ব্রান্ডের লেটেস্ট ওএলইডি সি থ্রি সিরিজের টিভি বাজারে এনেছে র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান র‌্যাংগস ই-মার্ট। নতুন মডেলগুলো- ৬৫ ওএলইডি সি থ্রি, ৫৫ ওএলইডি সি থ্রি, ৫৫ কিউএনইডি ৮০, ৭৫ন্যানো ৭৫, ৬৫ন্যানো ৭৫, ৫৫ন্যানো ৭৫, ৫০ন্যানো ৭৫, ৪৩ন্যানো ৭৫ এবং ৪৩ইউআর ৮০৫০। নতুন এই মডেলগুলোতে আছে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারস, যার মাধ্যমে উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে এলজির প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) রাজধানীর গুলশানে র‌্যাংগস ইমার্ট’র শো রুমে এক অনুষ্ঠানে এ নতুন মডেলের টিভি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম; এলজি ইলেট্রনিক্সের রিজিওনাল সিইও জাই সিউং কিম (আরসিইও); এলজি সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর সুং হু চুং; এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইয়ংগিল কো; র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী; র‌্যানকন ইলেকট্রনিক্সের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান এবং র‌্যানকন ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান।

অনুষ্ঠঅনে এলজির আরসিইও জাই সিউং কিম বলেন, আমরা সবসময় গ্রাহকদের পছন্দকে অগ্রাধিকার দিয়ে থাকি। বরাবরের মতো এবারও নতুন ফিচার ও অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্ট টিভিগুলো আমরা বাজারে এনেছি এবং গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো বলেও আশা করি।  

র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র‌্যাংগস ই-মার্ট প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ পণ্যগুলো গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। তাছাড়া দেশের বাজারে এলজির পণ্যের জনপ্রিয়তা রয়েছে। নতুন মডেলের এই টিভিগুলো গ্রাহকদের সন্তুষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

এলজির ওএলইডি-সি৩ সিরিজের টিভিগুলোতে যুক্ত করা হয়েছে অ্যাডভান্স ফিচার ও ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি। এ টিভিতে যুক্ত করা হয়েছে আলফা নাইন জেনারেশন ফাইভ এআই প্রসেসর, ওয়েবওস স্মার্ট টিভি প্ল্যাটফর্ম, থিংক এআই ও ভয়েস কন্ট্রোল সুবিধা, গেমিং ফিচারসহ এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, ব্লুটুথ ও ওয়াইফাই সুবিধা।